Zilqal 1445 || May 2024

আবদুর রহমান - কুমিল্লা

৬৪৫৮. Question

আমি আমার পরিচিত এক লোক থেকে ৬০০ টাকা দিয়ে একটি বই কিনি। আমার এক বন্ধু বইটি দেখে তার কাছে বইটি খুব ভালো লেগেছে বিধায় ৬০০ টাকা দিয়েই সে আমার কাছ থেকে বইটি কিনে নেয়। পরে আমি জানতে পারি যে, বইটি আরেকজন ৫৫০ টাকা করে বিক্রি করছে। তখন যার কাছ থেকে আমি ৬০০ টাকা দিয়ে বইটি কিনেছিলাম, তাকে বিষয়টি জানালে সে বলে, ৬০০ টাকার কমে এই বই বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। অবশ্য আপনি চাইলে বইটি ফেরত দিয়ে তার মূল্য নিয়ে নিতে পারেন।

হুজুরের কাছে জানতে চাই, তার কাছ থেকে আমি যে কপিটি কিনেছিলাম সেটি তো এখন আমার কাছে নেইএক্ষেত্রে আমি যদি তাকে অন্য কপি দিয়ে মূল্য ফেরত নেই, তাহলে তা কি ঠিক হবে? এ ব্যাপারে শরীয়তের হুকুম কী?

Answer

না, এমনটি করা আপনার জন্য বৈধ হবে না। কেননা বিক্রেতার সম্মতিতে পণ্য ফেরত দিয়ে মূল্য ফেরত নিতে চাইলে বিক্রেতাকে তার থেকে ক্রয়কৃত ঐ পণ্যই ফেরত দেওয়া জরুরি। তার পরিবর্তে অনুরূপ অন্য পণ্য দিয়ে মূল্য ফেরত নেওয়ার সুযোগ নেই। সুতরাং বিক্রেতাকে অনুরূপ অন্য বই দিয়ে মূল্য ফেরত নিতে পারবেন না। তাছাড়া ওই বইটি তো আপনি কেনা দামেই (৬০০ টাকায়) বিক্রি করে দিয়েছেন। তাই এখন আর কিছুতেই বিক্রেতা থেকে মূল্য ফেরত নেওয়ার সুযোগ নেই।

-বাদায়েউস সানায়ে ৪/৫৯৭; আলহাবিল কুদসী ২/৪০; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৩৭০; আলইখতিয়ার ২/৩৫; আদ্দুররুল মুখতার ৫/১২৮

Read more Question/Answer of this issue