Zilqal 1445 || May 2024

উম্মে শহীদ - যশোর

৬৪৫৫. Question

আমি মান্নত করেছিলাম, আমার ছেলে পরীক্ষায় পাশ করলে বিশজন দরিদ্র মানুষকে এক বেলা খাওয়াব। আলহামদু লিল্লাহ, আমার ছেলে পাশ করেছে। কিন্তু বিশ জন মানুষকে বাড়িতে এনে খাওয়ানো আমার জন্য কষ্টের ব্যাপার।

জানার বিষয় হল, বিশজনকে কি খাওয়ানো জরুরি। না তাদেরকে খাবারের টাকা দিয়ে দিলেও মান্নত আদায় হয়ে যাবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে খাবার খাওয়ানোর পরিবর্তে টাকা দিলেও মান্নত আদায় হয়ে যাবে। এক্ষেত্রে বিশ জনের প্রত্যেককে এক বেলা তৃপ্তিসহকারে খেতে পারে- এই পরিমাণ টাকা দেবেন।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ.  ২৮৭; বাদায়েউস সানায়ে ২/১৪৮; ফাতাওয়া খানিয়া ১/২৬৯; ফাতাহুল কাদীর ২/১৪৪; আদ্দুররুল মুখতার ৩/৭৪১

Read more Question/Answer of this issue