আবিদুর রহমান - হবিগঞ্জ
৬৪৫৪. Question
আমার ওপর একটি কসমের কাফফারা ওয়াজিব হয়েছে। এখন আমি এর কাফফারা দিতে চাচ্ছি। আমি জানি যে, কসমের কাফফারাস্বরূপ দশজন দরিদ্রকে দুই বেলা খাওয়াতে হয়। আমাদের এলাকায় একজন হতদরিদ্র লোক আছে। আমি তাকে কাফফারাস্বরূপ দশ দিন খাওয়াতে চাচ্ছি এবং রমযান মাসে খাওয়াতে চাচ্ছি। প্রতিদিন সাহরী ও রাতের খাবার খাওয়াতে চাই।
এখন আমার জানার বিষয় হল, এভাবে একজন লোককেই দশ দিন দুই বেলা খাওয়ালে কি কাফফারা আদায় হবে? এবং সেই দশ দিন যদি রমযান মাসে হয় এবং তাকে প্রতিদিন সাহরী ও রাতের খাবার খাওয়ানো হয়, তাহলে এই কাফফারা আদায় হবে কি না?
Answer
হাঁ, দশজনের পরিবর্তে একজন দরিদ্রকে দুই বেলা করে দশ দিন খাওয়ালেও কাফফারা আদায় হয়ে যায় এবং রমযানে সাহরী ও রাতের খাবার খাওয়ানোর দ্বারাও কাফফারা আদায় করা সহীহ আছে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ দরিদ্র লোকটিকে রমযানে দশ দিন সাহরী ও রাতের খাবার খাওয়ালে কসমের কাফফারা আদায় হয়ে যাবে।
-কিতাবুল আছল ২/২৮৭; বাদায়েউস সানায়ে ৪/২৬৪; ফাতাওয়া খানিয়া ২/১৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৭২; আদ্দুররুল মুখতার ৩/৪৭৯, ৭২৫