আব্দুল হাই - মাগুরা
৬৪৫৩. Question
আমার বিয়ের কিছুদিন পর থেকেই আমার স্ত্রী খারাপ আচরণ শুরু করে। সে বলে, তোমার সাথে আমার পরিবার না বুঝেই বিয়ে দিয়েছে। আমি তোমার সাথে সংসার করতে চাই না। আমাকে তালাক দাও। আমি তালাক দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে মহরের বিনিময়ে খোলা তালাকের সিদ্ধান্ত হয়। কিন্তু তালাকের পর সে ইদ্দত চলাকালীন ভরণপোষণ দাবি করছে।
জানার বিষয় হল, তার কারণেই তো খোলা তালাক দিতে হয়েছে। সেক্ষেত্রেও কি তার ইদ্দতকালীন ভরেেপাষণ দেওয়া জরুরি?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে খোলা তালাক যেহেতু শুধু মোহরের বিনিময়ে হয়েছে; ইদ্দত চলাকালীন ভরণপোষণও তাকে দেওয়া হবে না- এমন শর্তে খোলা করেনি, তাই এক্ষেত্রে ইদ্দত পালনকালে তার ভরণপোষণ দেওয়া আপনার ওপর জরুরি।
তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-
لِلْمُخْتَلِعَةِ السُّكْنَى وَالنَّفَقَةُ.
খোলাকারিণী মহিলা (ইদ্দত চলাকালীন) বাসস্থান ও ভরণপোষণ পাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৮৮১১)
-কিতাবুল আছল ১০/৩৩৯; ফাতাওয়া খানিয়া ১/৫৩০; ফাতহুল কাদীর ৪/৭৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৯; আদ্দুররুল মুখতার ৩/৪৫২