Zilqal 1445 || May 2024

খালেদ - উত্তরা, ঢাকা

৬৪৫২. Question

আমার আম্মু থেকে আমার ছোট খালা দুধ পান করেছে। পরবর্তীতে আমার ছোট খালা থেকে আমার মেজো খালার এক মেয়ে দুধ পান করে। শরীয়তের দৃষ্টিতে এখন মেজো খালার ঐ মেয়ের সাথে কি আমি দেখা করতে পারব?

Answer

হাঁ, আপনি তার সাথে দেখা করতে পারবেন। কেননা, আপনার ছোট খালা আপনার মায়ের দুধ পান করার কারণে ছোট খালা আপনার দুধ বোন হয়ে গেছে। আর আপনার মেজো খালার ঐ মেয়ে আপনার ছোট খালার (যিনি আপনার দুধ বোন) দুধ পান করার কারণে আপনার ঐ খালাতো বোন আপনার দুধ ভাগনি হয়ে গেছে। আর আপন ভাগনির মতো দুধ ভাগনিও মাহরামের অন্তÍর্ভুক্ত, তার সাথে দেখা করা জায়েয।

-কিতাবুল আছল ৪/৩৫৯, ২/২৩৩; আলমাবসূত, সারাখসী ৫/১৪১; বাদায়েউস সানায়ে ৩/৩৯৮; আলমুহীতুর রাযাবী ২/৪৭৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩

Read more Question/Answer of this issue