আশহাদ - চট্টগ্রাম
৬৪৫০. Question
আমরা স্বপরিবারে হজ্বে গিয়েছিলাম। আমার ৮ বছরের সন্তানও আমাদের সাথে হজ্বের ইহরাম করে। একবার সে ইহরাম অবস্থায় লাগেজ থেকে বডি স্প্রে এবং আতর বের করে হাতে, শরীরে লাগিয়ে ফেলে। আমরা তখন কাছে ছিলাম না, তাই নিষেধ করতে পারিনি। হুজুরের কাছে প্রশ্ন হল, তার এমন কাজে তার ওপর বা তার অভিভাবক হিসেবে আমার ওপর কোনো জরিমানা আসবে কি?
Answer
আপনার নাবালেগ সন্তান সুগন্ধি ব্যবহার করার কারণে কোনো জরিমানা ওয়াজিব হয়নি। কেননা ইহরাম অবস্থায় নাবালেগ বাচ্চা ইহরাম পরিপন্থী কোনো কাজ করে ফেললে তার ওপর বা তার অভিভাবকের ওপর কোনো জরিমানা ওয়াজিব হয় না। অবশ্য অভিভাবকের দায়িত্ব হল, নাবালেগকেও যথাসম্ভব ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত রাখা।
-আলমাবসূত, সারাখসী ৪/১৩০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৬; আলমাসালিক ফিল মানাসিক ২/২৯৩; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১১২