Zilqal 1445 || May 2024

কামাল - ঢাকা

৬৪৪৯. Question

একবার দরজার চৌকাঠে হোঁচট খেয়ে আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে প্রচণ্ড ব্যথা লাগে। কিছুদিন পর দেখি, আঙ্গুলটির নখের নিচে রক্ত জমে নখটি মরে গেছে। এদিকে আমার হজ্বে যাওয়ার সময় হওয়ায় ওভাবেই হজ্বে চলে যাই। সেখানে গিয়ে দেখি, মরা নখটি স্ব-স্থান থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঐ অবস্থায় চলা-ফেরা কষ্ট হাওয়ায় একদিন ইহরাম অবস্থায় আমি নখটি কেটে ফেলে দিই।

এখন আমার জানার বিষয় হল, ইহরাম অবস্থায় নখটি কেটে ফেলে দেওয়ায় আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি?

Answer

না, ইহরাম অবস্থায় মরা নখটি কেটে ফেলায় আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। কেননা ইহরাম অবস্থায় ভালো নখ কাটা নিষেধ। ভেঙে যাওয়া নখ কাটা নিষেধ নয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-

إذَا انْكَسَرَ ظُفْرُ الْمُحْرِمِ فَلْيَقُصَّه.

ইহরাম অবস্থায় কারো নখ ভেঙে গেলে সে তা কেটে ফেলতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৯০৩)

-আলমাবসূত, সারাখসী ৪/৭৮; আলমুহীতুর রাযাবী ২/২৪৭; ফাতাওয়া খানিয়া ১/২৮৯; আননাহরুল ফায়েক ২/১২১

Read more Question/Answer of this issue