সাখাওয়াত হোসেন - চরফ্যাশন, ভোলা
৬৪৪৭. Question
অনেক বছর আগেই আমার ওপর হজ্ব ফরজ হয়েছে। কিন্তু ব্যবসায়িক ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলাম না। গত তিন বছর আগে হঠাৎ স্ট্রোক করে আমার এক সাইড প্যারালাইজড হয়ে যায়। আমি পরের বছর আমার পক্ষ থেকে বদলী হজ্ব করাই। আল্লাহর অশেষ রহমতে আমি আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। এখন আমি হজ্ব করতে সক্ষম।
হুজুরের কাছে জানতে চাই, বদলি হজ্ব করানোর দ্বারা আমার ফরজ হজ্বটি আদায় হয়েছিল কি? নকি আমি নিজে গিয়ে তা আবার আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু নিজে গিয়ে হজ্ব করার মতো সুস্থতা ফিরে পেয়েছেন, তাই এখন আপনার নিজের উক্ত ফরজ হজ্বটি আদায় করা জরুরি। পূর্বে অন্যের মাধ্যমে যে বদলী করিয়েছেন তা এক্ষেত্রে যথেষ্ট হবে না; তা নফল গণ্য হবে।
-আলমাবসূত, সারাখসী ৪/১৫২; শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৭৯, ৪৮১; আলবাহরুর রায়েক ৩/৬০, ২/৩০৯; ফাতাওয়া খানিয়া ১/৩০৮; আদ্দুররুল মুখতার ২/৫৯৮