Zilqal 1445 || May 2024

মীযানুর রহমান - না. গঞ্জ

৬৪৪৬. Question

আমার শ্বশুরের ইন্তেকালের পর শাশুড়ি আম্মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তাই আমিই তার দেখাশুনা করি এবং খরচাদি দিই। এক্ষেত্রে আমি কি তাকে যাকাত দিতে পারব?

Answer

শাশুড়িকে যাকাত দেওয়া জায়েয আছে। তাই আপনার শাশুড়ি যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে যাকাত দিতে পারবেন।

-কিতাবুল আছল ২/১২৪; আলমুহীতুর রাযাবী ১/৫৫৫; আলবাহরুর রায়েক ২/২৪৩; আদ্দুররুল মুখতার ২/৩৪৫-৬

Read more Question/Answer of this issue