Zilqal 1445 || May 2024

আমিন ভূঁইয়া - গাজীপুর

৬৪৪৫. Question

আমার একটি পোল্ট্রি মুরগির ফার্ম আছে। এটি লেয়ার মুরগির ফার্ম। ডিমের ব্যবসার উদ্দেশ্যে তা করা হয়েছে; মুরগি বিক্রির উদ্দেশ্যে নয়। একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এগুলো ডিম দেয়। পরবর্তীতে যখন মুরগিগুলো ডিম পাড়ার অনুপযোগী হয়ে যায় তখন সেগুলো বিক্রি করে দেওয়া হয়। এখন প্রশ্ন হল, আমাকে কি এই মুরগিগুলোর যাকাত দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মুরগিগুলো ক্রয়ের প্রাথমিক উদ্দেশ্য যেহেতু তা থেকে ডিম উৎপাদন করে ওই ডিম বিক্রি করা, তাই পরবর্তীতে মুরগিগুলো বিক্রি করার নিয়ত থাকলেও এ কারণে তা ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত হবে নাসুতরাং এগুলোর ওপর যাকাত ফরয নয়।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ১১২; আলমুহীতুল বুরহানী ৩/১৬৭; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৪

Read more Question/Answer of this issue