Zilqal 1445 || May 2024

নুহা - নোয়াখালী

৬৪৪৩. Question

গত বছর ২৬ রমযান সকাল বেলা আমি শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছাকৃতভাবে রোযা ভেঙে ফেলেছিলাম। পরে আমি এ কাজের জন্য খুবই অনুতপ্ত হয়েছি। রোযাটি ভাঙার পর ঐদিন বিকেলের দিকে আমার স্রাবও শুরু হয়েছিল।

মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, এখন আমাকে কি রোযাটির কাফফারা আদায় করতে হবে, নাকি শুধু কাযা করলেই যথেষ্ট হবে?

Answer

কোনো ওজর ছাড়া রোযাটি ভেঙে ফেলা মারাত্মক গুনাহের কাজ হয়েছে। এজন্য আপনাকে আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে তওবা-ইস্তিগফার করতে হবে। আর এভাবে কোনো ওজর ছাড়া রমযানের রোযা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে সাধারণত কাযা-কাফফারা দুটোই ওয়াজিব হয়। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ঐদিন রোযাটি ভেঙে ফেলার পর সূর্যাস্তের আগেই ঋতুস্রাব শুরু হয়েছিল, তাই রোযাটির কাফফারা আদায় করতে হবে না; বরং শুধু একটি রোযা কাযা করে নিলেই হবে। যদিও ওজর ছাড়া রোযাটি ভেঙে ফেলার গুনাহ আপন জায়গায় থেকে যাবে, যতক্ষণ না তওবা করার দ্বারা আল্লাহ তাআলা তা মাফ করেন।

-কিতাবুল আছল ২/১৫৩; আলমুহীতুর রাযাবী ২/৪৫; মুখতারাতুন নাওয়াযেল ১/৪৭১ ফাতাওয়া খানিয়া ১/২১৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৮৫; আদ্দুররুল মুখতার ২/৪১৩

Read more Question/Answer of this issue