জান্নাতুল মাওয়া - চৌমুহনী, নোয়াখালী
৬৪৪২. Question
গত রমযানে ঋতুস্রাবের কারণে আমি পাঁচ দিন রোযা রাখতে পারিনি। গত সপ্তাহে আমি রোযাগুলো কাযা শুরু করি। পাঁচটি পূর্ণ করার পর কাযা রোযা ছয়টি ছিল মনে করে আরো একটি রোযা রাখা শুরু করি। কিন্তু ঐদিন সকাল নয়টার দিকে স্পষ্ট মনে পড়ে যে, ঋতুস্রাবের কারণে আমার মাত্র পাঁচটি রোযা ছুটেছিল। তাই আমি সাথে সাথে রোযাটি ভেঙে ফেলি।
এখন জানার বিষয় হল, উক্ত রোযা শুরু করার পর ভেঙে ফেলার কারণে আমাকে কি এখন এর কাযা করতে হবে?
Answer
না, প্রশ্নোক্ত রোযাটি কাযা করা জরুরি নয়। কেননা, কেউ নিজের ওপর রোযা ওয়াজিব আছে মনে করে রোযা শুরু করার পর তা ওয়াজিব না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে ভেঙে ফেললে উক্ত রোযা পরবর্তীতে কাযা করা জরুরি হয় না। তবে এক্ষেত্রে রোযাটি না ভেঙে নফল হিসেবে তা পূর্ণ করা উত্তম ছিল।
-কিতাবুল আছল ২/১৬৩; আলমুহীতুর রাযাবী ২/৪৭; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৬৯; আলবাহরুর রায়েক ২/২৮৭; রদ্দুল মুহতার ২/৩৮০