Zilqal 1445 || May 2024

মিনহাজুর রহমান - যশোর

৬৪৪১. Question

আমার দাদার ইন্তেকালের পর তাকে সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। সেখানে কবরের পাশে নাম-পরিচয় লিখে একটি ফলক স্থাপন করলে চিনতে সহজ হয়। তাই আমরা একটি ফলক স্থাপন করে তাতে কালিমা, কুরআনের আয়াত- كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ও নাম-পরিচয় লিখতে চাচ্ছি।

জানার বিষয় হল, এভাবে ফলক স্থাপনে কি শরীয়তের দৃষ্টিতে সমস্যা আছে?

Answer

কবর চিহ্নিত করে রাখার প্রয়োজনে মৃত ব্যক্তির নাম-পরিচয় ফলকে লিখে কবরের পাশে তা লাগানো জায়েয। তবে তাতে কালিমা, কুরআনের আয়াত, দুআ, যিকির-আযকার ইত্যাদি লেখা যাবে না।

-শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/২৪৭; আলমুহীতুর রাযাবী ১/৪৭০ফাতাওয়া তাতারখানিয়া ৩/৭১; হালবাতুল মুজাল্লী ২/৬২৭; মিরকাতুল মাফাতীহ ৪/১৬৬

Read more Question/Answer of this issue