মুছাদ্দাদ - মোমেনশাহী
৬৪৩৯. Question
মহিলারা দাঁড়ানো থেকে সিজদায় যাওয়ার সময় দেখা যায়। সরাসরি সিজদায় না গিয়ে প্রথমে ডান দিকে পা বের করে বসে, এরপর সিজদায় যায়। এ পদ্ধতি কি ঠিক? আমাদের ঘরের মা-বোনদেরকেও এভাবে সিজদা করতে দেখা যায় এবং তারা এটাকেই মহিলাদের সিজদায় যাওয়ার সঠিক পদ্ধতি বা নিয়ম বলে জানেন।
জানতে চাই, মহিলাদের সিজদায় যাওয়ার এ পদ্ধতিটি কি সঠিক?
Answer
না, প্রশ্নোক্ত পদ্ধতিটি সঠিক নয়; বরং মহিলারাও দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় চলে যাবে এবং সিজদায় যেতে যেতেই উভয় পা ডান দিকে বের করে দিয়ে সিজদা করবে।
দাঁড়ানো থেকে প্রথমে ডান দিকে পা বের করে সোজা হয়ে বসা, এরপর সিজদায় যাওয়া- তাদের জন্য এমন কোনো নিয়ম নেই। অবশ্য শারীরিক ওযরের কারণে কারো যদি না বসে দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় যাওয়া কষ্টকর হয় তবে সেটি ভিন্ন বিষয়। ওযরবশত এমনটি করার সুযোগ আছে।
-আসসুনানুল কুবরা, বাইহাকী ২/২২২; মুখতাসারুত তাহাবী, পৃ. ২৬; তাবয়ীনুল হাকায়েক ১/৩০৫; ইমদাদুল আহকাম (হাশিয়া) ১/৪৬৯