Zilqal 1445 || May 2024

মুহাম্মাদ মাসুদ - ঢাকা

৬৪৩৮. Question

হুজুরের কাছে একটি মাসআলা জানতে চাই। নামাযের ভেতরে হাঁচি আসার পর আলহামদু লিল্লাহবললে কি নামাযের কোনো সমস্যা হবে? এবং এক্ষেত্রে আলহামদু লিল্লাহবলব, নাকি বলব না?

 

Answer

নামাযে হাঁচি দেওয়ার পর আলহামদু লিল্লাহবলা অনুত্তম। তবে আলহামদু লিল্লাহবললে নামায নষ্ট হবে না। কিন্তু কাজটি অনুত্তম হবে।

-উয়ূনুল মাসায়িল, পৃ. ২৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৮; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯

Read more Question/Answer of this issue