Zilqal 1445 || May 2024

আবদুস সামাদ - চট্টগ্রাম

৬৪৩৭. Question

যিলহজ্বের তেরো তারিখ দুপুরে আমি এক লম্বা সফর থেকে বাড়ি ফিরি। বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ি; কিন্তু এর মাঝেই আসরের সময় শেষ হয়ে যায়। মাগরিবের আযানের সময় আমার ঘুম ভাঙে। পরে আমি দ্রুত ওযু করে আগে আসর নামায পড়ি। এরপর মাগরিব পড়ি। কিন্তু আসর নামায পড়ার পর তাকবীরে তাশরীক বলিনি। হযরতের কাছে জানার বিষয় হল, উক্ত আসরের ওয়াক্ত শেষ হওয়ার দ্বারা তো তাকবীরে তাশরীকের সময়ও শেষ হয়ে গেছে; এখন এ আসর নামাযের কাযা আদায়ের পর কি তাকবীরে তাশরীক বলা জরুরি ছিল?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ আসরের নামাযের পর তাকবীরে তাশরীক না বলা নিয়মসম্মত হয়েছে। কেননা তাকবীরে তাশরীক বলার বিধান নয় যিলহজ্ব ফজর থেকে তেরো যিলহজ্ব আসর পর্যন্ত। এ দিনগুলোতে কাযা হওয়া কোনো নামায যদি তেরো যিলহজ্ব সূর্যাস্তের পর আদায় করা হয়, তাহলেও আর তাকবীরে তাশরীক বলার বিধান নেই।

-আলজামিউল কাবীর, পৃ. ১৩; আলমাবসূত, সারাখসী ২/৯৭; আলমুহীতুর রাযাবী ১/৪২০; আলমুহীতুল বুরহানী ২/৫১২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৫৬

Read more Question/Answer of this issue