Zilqal 1445 || May 2024

মুজিবুর রহমান - মোহাম্মাদপুর, ঢাকা

৬৪৩৬. Question

জনৈক মহিলার স্বামী প্রবাসে থাকে। কয়েক বছর পর পর মাস খানেকের জন্য দেশে আসে। সেই সময়টাতে মহিলাটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেয়ে স্রাব বন্ধ রাখেজানার বিষয় হল, ঋতুস্রাবের দিনগুলোতে ঔষধ খেয়ে স্রাব বন্ধ রাখলে তখন স্বামীর সাথে তার মেলামেশা বৈধ হবে কি? আর সেই সময় তার নামায ও রোযার কী বিধান হবে?

Answer

ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখলেও যতদিন স্রাব না আসবে ততদিন সে পবিত্র থাকবে। বন্ধের দিনগুলো পূর্বের অভ্যাস অনুযায়ী মাসিকের দিনগুলোর মধ্যে পড়লেও বাস্তবে স্রাব না দেখা গেলে তাতে ঋতুস্রাবের বিধি-বিধান প্রযোজ্য হবে না। তাই ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখার পর পরবর্তী স্রাব আসার আগ পর্যন্ত স্বামীর সাথে মেলামেশা বৈধ হবে এবং নামায, রোযাও তাকে স্বাভাবিকভাবে আদায় করতে হবে।

-মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ১২১৯; আলমাবসূত, সারাখসী ৩/১৫১; বাদায়েউস সানায়ে ১/১৫৩; আলমাজমূ শরহুল মুহাযযাব ৩/১১

Read more Question/Answer of this issue