নাইমুর রহমান - যশোর
৬৪৩৪. Question
অনেক সময় কুরআন মাজীদের কপি (মুসহাফ) এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে রাখার প্রয়োজন হয়। সবসময় তো আর ওযু থাকে না। ওযু না থাকা অবস্থায় কি কাঁধে জড়ানো রুমালের কিনারা দ্বারা কুরআন মাজীদ ধরা যাবে?
Answer
না, ওযু বিহীন অবস্থায় পরিহিত রুমালের কোনো অংশ দ্বারা কুরআন মাজীদ স্পর্শ করা জায়েয নয়। রুমাল দ্বারা কুরআন মাজীদ ধরতে চাইলে শরীর থেকে নামিয়ে নিয়ে তা দ্বারা কুরআন মাজীদ স্পর্শ করতে পারবে।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৭; ফাতহুল কাদীর ১/১৪৯; আলবাহরুর রায়েক ১/২০১; রদ্দুল মুহতার ১/১৭৪