ফখরুল ইসলাম - সিলেট
৬৪৩৩. Question
কিডনিতে পাথর ধরা পড়ার কারণে ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে পানি পান করতে বলেছেন। একদিন ফজরের নামাযের জন্য ওযু করে দুই-তিন গ্লাস পানি পান করি। একটু পর মসজিদে যাওয়ার পথে আমার বমি বমি ভাব হয়। এরপর বেশ পরিমাণ পানি মুখ দিয়ে বেরিয়ে যায়। ওযু ভাঙার সন্দেহ হলে আমি সতর্কতামূলক আবার ওযু করে নিই। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, মুখ দিয়ে এরকম শুধু পানি বেরিয়ে এলে কি ওযু ভেঙে যায়?
Answer
মুখ ভরে শুধু পানি বমি হলেও ওযু ভেঙে যায়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু ভেঙে গেছে। তাই এরপর ওযু করে নেওয়া ঠিকই হয়েছে।
-আলজামিউস সাগীর, পৃ. ৭২; শরহুল জামিইস সাগীর, কাযীখান ১/২৭; আলমাবসূত, সারাখসী ১/৭৫; বাদায়েউস সানায়ে ১/১২৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৯