Shawal 1445 || April 2024

উম্মে খালেদ - খাজুরা, যশোর

৬৪৩২. Question

হুজুর, আমার স্বামী ইন্তেকাল করেছেন দুই বছর আগে। আমি চট্টগ্রামে থাকি। আমার বড় মেয়ে পরিবারসহ ঢাকায় থাকে। আমার একটি ছেলে আছে, যার বয়স সাত বছর। শুনেছি, মাহরাম ছাড়া মহিলাদের সফর করা জায়েয নয়। প্রশ্ন হল, আমি আমার ঐ ছেলের সাথে কি ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যেতে পারব?

Answer

না, আপনার সত বছর বয়সী ছেলের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা সফর করা জায়েয হবে না। কেননা মহিলাদের জন্য সফরসম দূরত্বে (৪৮ মাইল বা তার অধিক) গমনের ক্ষেত্রে সঙ্গে প্রাপ্তবয়স্ক মাহরাম পুরুষ অথবা অন্তত প্রাপ্তবয়স্কের কাছাকাছি কোনো মারহাম থাকা জরুরি। আর সাত বছর বয়সী ছেলে প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়।

-শরহু মুখতাসারিল কারখী ২/৪২৩; খিযানাতুল আকমাল ১/৩৭৬; খুলাসাতুল ফাতাওয়া ২/৫৩; আলমুহীতুর রাযাবী ২/১৩২; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯ ​​​​​​​

Read more Question/Answer of this issue