Shawal 1445 || April 2024

ফাহাদ - ঢাকা

৬৪৩০. Question

আমার এক বন্ধু আমার থেকে এক বছরের জন্য দেড় লাখ টাকা ঋণ নেয়। আমার যেহেতু টাকার সংকট ছিল, তাই আমি তাকে প্রথমে ঋণ দিতে চাচ্ছিলাম না। পরে সে আমার কাছে তার একটি পুরাতন ফোন মর্গেজ হিসাবে রাখলে আমি তাকে ঋণ দেই। আমি আমার বন্ধুর ফোনটা মাঝে মাঝে ব্যবহার করতাম। এটা আমার বন্ধু জানত না। কিছুদিন আগে বাসে বসে ফোনটা চালাচ্ছিলাম, হঠাৎ জানালা দিয়ে ফোনটা ছিনতাই করে নিয়ে যায়। ফোনটা যখন আমার বন্ধু আমাকে দেয় তখন এর দাম ছিল ৬০ হাজার টাকা। কিন্তু যখন তা ছিনতাই হয় তখন এই মডেলের ফোনের বাজারমূল্য ২০% কমে গেছে। এদিকে ফোনটি ছিনতাই হওয়ার এক সপ্তাহ আগেই পাওনা পরিশোধের সময় শেষ হয়ে গেছে। ফোনটি হাতছাড়া হওয়ায় আমার বন্ধু বলছে, সে ঋণের পুরো টাকা পরিশোধ করবে না।

জানার বিষয় হল, এখন আমি কি আমার বন্ধু থেকে জোরপূর্বক পুরো টাকা ফেরত নিতে পারব? আশা করি সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণ গ্রহীতার কাছে আপনি ঋণের পুরো টাকা ফেরত দেওয়ার দাবি করতে পারবেন না। বরং ফোনটি বন্ধক নেওয়ার পর আপনার বন্ধুর অনুমতি ছাড়া তা ব্যবহার করা অবস্থায় যেহেতু ছিনতাই হয়েছে, তাই এক্ষেত্রে ফোনটি বন্ধক হিসাবে গ্রহণ করার দিন এর যে বাজারমূল্য ছিল, সে পরিমাণ টাকা ঋণ থেকে কর্তন যাবে। এর পর অবশিষ্ট টাকা আপনি ফেরত পাবেন।  এক্ষেত্রে ছিনতাই হওয়ার সময় ফোনটির দাম কমে গেলেও তা ধর্তব্য নয়।

-আলমুহীতুর রাযাবী ৮/৩৮২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪৬৬; নাতায়িজুল আফকার ৯/১১৬; রদ্দুল মুহতার ৬/৫৬০

Read more Question/Answer of this issue