Shawal 1445 || April 2024

তানভীর হাসান - যশোর

৬৪২৬. Question

হুজুর, আমি দুই বছরের বাচ্চাকে নিয়ে উমরায় এসেছি। একবার তাকে কোলে নিয়ে তাওয়াফ করার সময় সে পেশাব করে  দেয়। ডায়াপার পরানো থাকার পরও আমার কাপড়ের বেশ কিছু অংশ ভিজে যায়। ঐ অবস্থায়ই আমি তাওয়াফ শেষ করি। জানার বিষয় হল, নাপাক কাপড়ে আমার এই তাওয়াফ কি আদায় হয়েছে? এবং এক্ষেত্রে কোনো জরিমানা আসবে কি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার তাওয়াফটি আদায় হয়েছে এবং এক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না। তবে তাওয়াফের সময় কাপড় পাক থাকা সুন্নত। তাই নাপাক কাপড়ে তাওয়াফ আদায় হয়ে গেলেও তা মাকরূহ। তাওয়াফে কাপড় পাক থাকার ব্যাপারে যত্নবান থাকতে হবে।

-শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৫৩০; বাদায়েউস সানায়ে ২/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪৬; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১৫১; রদ্দুল মুহতার ২/৫৫০

Read more Question/Answer of this issue