Shawal 1445 || April 2024

হালীমা - নোয়াখালী

৬৪২৩. Question

আমি একটি মহিলা মাদরাসায় পড়াশোনা করি। সেখানে আমার এক বান্ধবী আর্থিক সংকটের কারণে লাগাতার দুই মাস মাদরাসার বেতন পরিশোধ করতে পারেনি। কর্তৃপক্ষ বেতন পরিশোধ করার জন্য তাগাদা দিলেও সে লজ্জার কারণে তার ওযরের কথা বলেনি। এ বিষয়ে একবার আমি তাকে চাপাচাপি করলে সে পুরো ব্যাপারটি আমাকে খুলে বলে। বিষয়টি আম্মুকে বললে আম্মু তার সম্মতি নিয়ে দুই মাসের বেতন পরিশোধ করে দেন। কিছুদিন আগে জেনেছি, আম্মু নাকি যাকাতের টাকা দিয়েই তার বকেয়া বেতন পরিশোধ করেছেন। এখন আমার প্রশ্ন হল, আমার বান্ধবী যদিও যাকাত গ্রহণের উপযুক্ত, কিন্তু এভাবে বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে কি আমার আম্মুর যাকাত আদায় হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, যাকাত আদায়ের নিয়তে তার সম্মতিতে তার বকেয়া বেতন পরিশোধের দ্বারা আপনার আম্মুর যাকাত আদায় হয়ে গেছে। কেননা যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তির সম্মতিক্রমে যাকাতের টাকা দিয়ে তার দেনা পরিশোধ করে দেওয়া হলেও যাকাত আদায় হয়ে যায়। এক্ষেত্রে যাকাত থেকে তার দেনা পরিশোধ করা হচ্ছে- তাকে একথা জানানোও জরুরি নয়।

-ফাতাওয়া খানিয়া ১/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ২/১২১; ফাতহুল কাদীর ২/২০৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; রদ্দুল মুহতার ২/৩৪৫;

Read more Question/Answer of this issue