হানীফ আহমাদ - ডেমরা, ঢাকা
৬৪২২. Question
একদিন আমার এক দরিদ্র বন্ধু আমার কাছে কিছু টাকা করয চায়। আমি তাকে যাকাতের নিয়তে উক্ত টাকা দিয়ে দেই। কিন্তু তার কাছে যাকাতের কথা প্রকাশ করিনি। আমার আচরণে সে করযই বুঝে নিয়েছে এবং ফেরত দেয়ার নির্ধারিত সময়ও বলে দিয়েছে। আমি হাঁ/না কিছুই বলিনি। কয়েক মাস পর সে তা ফেরত দিতে আসে। কিন্তু আমি তখন গ্রহণ না করে ফিরিয়ে দেই। এক্ষেত্রে উক্ত টাকা যাকাত হিসাবে ধর্তব্য হবে কি?
Answer
হাঁ, আপনি যেহেতু যাকাতের নিয়তে উক্ত টাকা তাকে দিয়েছেন, তাই এর দ্বারা আপনার যাকাত আদায় হয়ে গেছে। গ্রহীতা করযের কথা বলে নিলেও এতে অসুবিধা নেই। কেননা যাকাত আদায়ের ক্ষেত্রে যাকাতদাতার নিয়তই হল মূল। গ্রহীতাকে তা জানানো জরুরি নয়।
-ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৯৭; আলগায়া, সারুজী ৬/১৫৬; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৬; আলবাহরুর রায়েক ২/২১২; রদ্দুল মুহতার ২/২৬৮