মাশহুদ - সিলেট
৬৪২১. Question
আমি গত বছর রমযানের শেষ দশকে ইতিকাফ করার মান্নত করেছিলাম। কিন্তু গত বছর বিভিন্ন ব্যস্ততার কারণে ইতিকাফ আদায় করতে পারিনি। এখন আমি চাচ্ছি, আগামী রমযানে উক্ত মান্নত ইতিকাফের কাযা করে নিতে। এভাবে কাযা করে নিলে আমার মান্নত ইতিকাফ কি আদায় হয়ে যাবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
না, মান্নতের উক্ত ইতিকাফ আগামী রমযানে কাযা করলে তাতে মান্নত আদায় হবে না। বরং মান্নতের ইতিকাফটি কাযা করার জন্য রমযান ছাড়া অন্য মাসে রোযাসহ দশ দিন ইতিকাফ করতে হবে। কেননা মান্নত ইতিকাফ কাযা হয়ে গেলে তা রমযানে আদায় করা যায় না। বরং রমযান ছাড়া অন্য মাসে রোযাসহ আদায় করতে হয়।
-কিতাবুল আছল ২/১৯৭; আলমুহীতুর রাযাবী ২/৬১; ফাতাওয়া খানিয়া ১/২২৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১