জোবায়ের হোসাইন - চাটখিল, নোয়াখালী
৬৪২০. Question
গত রমযানের একটি রোযা আমার যিম্মায় কাযা আছে। গত শুক্রবার রোযাটি কাযা করার ইচ্ছা ছিল, কিন্তু শুক্রবার রাতে রোযা রাখার কথা আমার খেয়ালই ছিল না। পরে ঐ দিন সকাল বেলা ঘুম থেকে উঠে কিছু খাওয়ার আগেই রোযা রাখার কথা স্মরণ হলে রোযার নিয়ত করে ফেলি।
মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আমার রোযাটি কি আদায় হয়েছে?
Answer
ঐ দিন আপনি যেহেতু সকাল হওয়ার পর নিয়ত করেছেন, তাই এই রোযাটি কাযা হিসেবে আদায় হয়নি; বরং তা নফল গণ্য হয়েছে। কেননা কাযা রোযার নিয়ত রাতেই, সুবহে সাদিক তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগে করা জরুরি। সুবহে সাদিক হয়ে যাওয়ার পর কাযা রোযার নিয়ত করা সহীহ নয়। তাই ঐ কাযা রোযাটি আপনাকে পুনরায় রাখতে হবে।
-শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৪০১; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৫৪; আযযাখিরাতুল বুরহানিয়া ৩/৪২; আলবাহরুর রায়েক ২/২৬২; রদ্দুল মুহতার ২/৩৮০