Shawal 1445 || April 2024

আবদুর রহীম - নোয়াখালী

৬৪১৮. Question

আমাদের এলাকায় সাধারণত মৃতব্যক্তির গোসল আমি দেই। কোনো কোনো মায়্যেতের মোচ, নখ লম্বা ও অস্বাভাবিক থাকে। এখন আমার জানার বিষয় হল, গোসল দেওয়ার সময় এগুলো কেটে সুন্দর করে দেওয়া যাবে কি না?

Answer

মৃত ব্যক্তির মোচ, নখ ইত্যাদি লম্বা থাকলেও তা কাটা ঠিক নয়; বরং মাকরূহ। মোচ, নখ এবং অবাঞ্ছিত লোম অস্বাভাবিক লম্বা থাকলে পরিবারের লোকদের উচিত মৃত্যুর পূর্বেই তা কেটে দেওয়া। হাসান বসরী রাহ. ও ইবনে সিরীন রাহ. বলেন-

لَا يُجَزُّ لَهُ شَعْرٌ، وَلَا يُقَلَّمُ لَهُ ظُفْرٌ.

মৃতের চুল ও নখ কাটা যাবে না। (আসসুনানুল কুবরা, বাইহাকী ৩/৩৯০, বর্ণনা ৬৬৩৬)

আইয়ূব সাখতিয়ানী রাহ. বলেন-

عَنْ مُحَمَّدٍ ، أَنَّهُ كَانَ يَكْرَهُ أَنْ يُؤْخَذَ مِنْ عَانَةٍ، أَوْ ظُفْرٍ بَعْدَ الْمَوْتِ، وَكَانَ يَقُولُ: يَنْبَغِي لأَهْلِ الْمَرِيضِ أَنْ يَفْعَلُوا ذَلِكَ فِي ثِقَلِهِ.

মুহাম্মাদ ইবনে সিরীন রাহ. মৃতব্যক্তির নাভির নিচের পশম ও নখ ইত্যাদি কাটা অপছন্দ করতেন এবং তিনি বলতেন, তার পরিবারের উচিত (তার মৃত্যুর আগে) অসুস্থ অবস্থায়ই এগুলো কেটে দেওয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৫৪)

-আলমাবসূত, সারাখসী ২/৫৯; আলমুহীতুল বুরহানী ৩/৪৯; আলবাহরুর রায়েক ২/১৭৩; রদ্দুল মুহতার ২/১৯৮

Read more Question/Answer of this issue