Shawal 1445 || April 2024

ইরফান - যশোর

৬৪১৭. Question

গতকাল যোহর নামায পড়ার সময় জায়নামায থেকে একটু একটু দুর্গন্ধ অনুভব করি। নামায শেষে জানতে পারি। আমার ভাগিনা সকালে প্রস্রাব করেছিল। তখন জায়নামাযের সামনের এক কোণে প্রস্রাব লেগেছে। তা থেকেই দুর্গন্ধ আসছে। কিন্তু নামাযের সময় আমার কোনো অঙ্গ সে নাপাক অংশে লাগেনি। এখন জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে, নাকি তা আবার পড়তে হবে?

 

Answer

আপনি যেহেতু জায়নামাযের পবিত্র অংশে নামায আদায় করেছেন, অপবিত্র অংশে শরীরের কোনো অংশ লাগেনি, তাই আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। পুনরায় তা পড়তে হবে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৮৭; আততাজনীস ওয়াল মাযীদ ১/৩৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৫; রদ্দুল মুহতার ১/৪০৩

Read more Question/Answer of this issue