তাহমীদ - বরিশাল
৬৪১৬. Question
গতকাল যোহরের নামাযে দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠকে তশাহহুদ পড়ছিলাম। ইমাম সাহেব আমার আগেই তাশাহহুদ শেষ করে দাঁড়িয়ে যান। এমতাবস্থায় আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই- ইমামের সঙ্গে দাঁড়িয়ে যাব, নাকি তাশাহহুদ শেষ করে দাঁড়াব? পরে অবশ্য তাশাহহুদ শেষ করেই দাঁড়াই। হুজুরের কাছে জানার বিষয় হল, উল্লেখিত ছুরতে আমার করণীয় কী ছিল? তাশাহহুদ শেষ করে দাঁড়ানো কি ঠিক হয়েছে?
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তাশাহহুদ শেষ করে দাঁড়ানোই ঠিক হয়েছে। কেননা তাশাহহুদ পড়া ওয়াজিব। মুক্তাদী তাশাহহুদ শেষ করার আগে ইমাম দাঁড়িয়ে গেলেও সে তাশাহহুদ পূর্ণ করেই দাঁড়াবে।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৬; আদ্দুররুল মুখতার ১/৪৯৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২২০