Shawal 1445 || April 2024

আবু যর - নোয়াখালী

৬৪১৫. Question

আমি মসজিদে যোহরের আগে সুন্নত আদায় করছিলাম। পাশে বসে একজন কুরআন মাজীদ তিলাওয়াত করছিল। একপর্যায়ে সে সিজদার আয়াত তিলাওয়াত করে, যা আমি নামাযরত অবস্থায় শুনতে পাই। এমতাবস্থায় আমার জন্য সিজদায়ে তিলাওয়াত আদায় করার বিধান কী?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছে। তবে এই সিজদায়ে তিলাওয়াত আপনি নামায শেষ হওয়ার পর আদায় করবেন, নামাযের ভেতরে নয়।

-কিতাবুল আছল; ১/২৭৭; ফাতাওয়া খানিয়া ১/১৫৮; তাবয়ীনুল হাকায়েক ১/৫০২; আদ্দুররুল মুখতার ২/১১২

Read more Question/Answer of this issue