সালেহ - ঢাকা
৬৪১৩. Question
আমি আমাদের গ্রামের মসজিদে খতম তারাবী পড়াই। কয়েকদিন আগে তারাবী নামাযে দুই রাকাতের পর বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যাই এবং একসঙ্গে চার রাকাত পড়ে সাহু সিজদা করে সালাম ফেরাই। আমার ধারণা ছিল, সাহু সেজদা করার কারণে নামায সহীহ হয়ে গেছে। কিন্তু একজন বললেন, তারাবী নামাযে প্রত্যেক দুই রাকাতের পর বৈঠক করা ফরয। আপনি যেহেতু ফরয তরক করেছেন, তাই সাহু সিজদা করলেও নামায সহীহ হয়নি। সুতরাং আগামীকাল তারাবী নামায শুরু হওয়ার আগে এই চার রাকাত নামায পুনরায় পড়িয়ে দেবেন। আমি ইমাম সাহেবের নির্দেশ অনুযায়ী ঐ চার রাকাত নামায পরদিন রাতে তারাবীর নামায শুরু হওয়ার আগে ছোট ছোট সূরা দিয়ে পড়িয়ে দেই।
মুহতারামের নিকট জানার বিষয় হল, বাস্তবেই কি তারাবী নামাযে দুই রাকাতের পর ভুলে বৈঠক না করে একসঙ্গে চার রাকাত পড়ে নিলে (শেষে সাহু সিজদা করলেও) পুরো নামায ফাসেদ হয়ে যায়, নাকি এক্ষেত্রে সাহু সিজদা করাই যথেষ্ট?
আশা করি সঠিক উত্তর জানাবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের উক্ত চার রাকাত তারাবীর পুরোটাই ফাসেদ হয়ে যায়নি; বরং কেবল প্রথম দুই রাকাত সহীহ হয়নি। তবে শেষ দুই রাকাত আদায় হয়ে গেছে। সুতরাং যেহেতু প্রথম দুই রাকাত আদায় হয়নি, তাই এক্ষেত্রে আপনাদের করণীয় ছিল, ঐ দুই রাকাতে পঠিত কেরাতসহ ঐ রাতেই তা আদায় করে নেওয়া। তা না করে পরদিন রাতে তা আদায় করা সহীহ হয়নি। কেননা তারাবীর নামায পরে কাযা করা যায় না। সুতরাং ঐ দিন আপনাদের তারাবীর নামায ১৮ রাকাত আদায় হয়েছে। তবে তারাবীর খতম পূর্ণ করার জন্য ঐ দুই রাকাতের কেরাতগুলো পরবর্তী কোনো দিনের তারাবীতে পড়ে নেবেন।
-ফাতাওয়া খানিয়া ১/২৩৯; আলমুহীতুল বুরহানী ২/২৫৭, ২৬৩; হালবাতুল মুজাল্লী ২/৩৭৭, ৩৭৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২২৫