শাকের - রাজশাহী
৬৪১২. Question
আমি গতকাল এশার নামাযে ইমাম সাহেব সাহু সিজদা দেওয়ার পর শরীক হয়েছি। নামায শেষ করার পর আমার সন্দেহ হয় যে, ইমাম সাহেব সাহু সিজদা করার পর আমার ইক্তেদা করা সহীহ হল কি না? দয়া করে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
Answer
আপনার উক্ত নামায আদায় হয়েছে। কেননা সাহু সিজদার পরও ইমামের ইক্তেদা করা সহীহ আছে।
-আলমাবসূত, সারাখসী ২/১১২; তুহফাতুল ফুকাহা ১/২১৬; বাদায়েউস সানায়ে ১/৪২৩; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৮