Shawal 1445 || April 2024

তাসলীম - বেগমগঞ্জ, নোয়াখালী

৬৪১১. Question

হুজুরের কাছে একটা মাসআলা জানতে চাই। নামাযের সময় ঋতুমতী মহিলা কী করবে? কারো থেকে শুনি, ওযু করে নামাযের স্থানে বসে তাসবীহ তাহলীল করবে। এ কথার উপর আমল করা কি জরুরি?

Answer

হায়েয চলাকালে মহিলাদের নামায পড়া নিষেধ এবং এর পরিবর্তে কোনো কিছু করা তার উপর জরুরি নয়। তবে কোনো কোনো ফকীহ বলেছেন, নামাযের অভ্যাস ধরে রাখার জন্য ঋতুমতী নারী নামাযের ওয়াক্তে ওযু করে মুসল্লায় বসে যিকির-আযকার ও তাসবীহ তাহলীল পাঠ করবে। এটা উত্তম।

-মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ১২২২; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৫৭; আলবাহরুর রায়েক ১/১৯৩

Read more Question/Answer of this issue