আব্দুল জাব্বার - সিরাজগঞ্জ
৬৪০৬. Question
আমাদের এলাকায় প্রচুর আলু চাষ হয়। এলাকার কিছু লোক আছে, যাদের জমিজমা নেই। তারা অন্যদের থেকে এই চুক্তিতে জমি বর্গা নেয় যে, আলুর বীজ, সার, কীটনাশক এবং জমি চাষ ও সেচ খরচ বর্গাচাষী নিজে দেবে। পরবর্তীতে উৎপাদিত ফসল থেকে বীজ সার ইত্যাদির খরচ বাদ দিয়ে বাকি ফসল উভয়ের মাঝে অর্ধার্ধি হারে বণ্টন হবে। এবছর আমি কিছু জমি বর্গা দিতে চাই। তাই মুহতারাম মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, প্রশ্নোক্ত পদ্ধতিতে জমি বর্গা দেওয়া-নেওয়া বৈধ হবে কি? জানিয়ে বাধিত করবেন।
Answer
উৎপাদিত ফসল থেকে খরচ বাদ দিয়ে অর্থাৎ বীজ, সার, কীটনাশক এবং জমি চাষ ও সেচ ইত্যাদি খরচ বাদ দিয়ে বাকি ফসল জমি মালিক ও বর্গাচাষীর মাঝে অর্ধার্ধি হারে বণ্টন করার চুক্তি শরীয়তসম্মত নয়; বরং এক্ষেত্রে বৈধ পদ্ধতি হল, জমির সকল খরচ বর্গাচাষী বহন করবে। আর বর্গাচাষীর বীজ, সার, কিটনাশক ইত্যাদির খরচ উঠে আসাসহ তার শ্রম অনুপাতে যেন লাভ হয়, সেজন্য উভয়ের সম্মতিতে শতকরা হারে তার জন্য কিছুটা বেশি ধার্য করা যেতে পারে। কিন্তু উৎপাদিত ফসল থেকে নির্ধারিত পরিমাণ কারো জন্য ধার্য করা জায়েয হবে না।
-কিতাবুল আছল ৯/৫৪৬; বাদায়েউস সানায়ে ৫/২৫৮; আলমুহীতুর রাযাবী ৬/২৫৫; আলবাহরুর রায়েক ৮/১৬১; আদ্দুররুল মুখতার ৬/২৭৬