Ramadan 1445 || March 2024

আফরোজা খানম - কুমিল্লা

৬৪০৩. Question

আজ থেকে ২৫ দিন আগে আমার স্বামী মারা যায়। তখন থেকেই আমি যথানিয়মে ইদ্দত পালন করে আসছি। কিন্তু ইদানীং একটি বিষয় নিয়ে সংশয় তৈরি হয়েছে, তা হল, আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন এক বাড়িতে একটি মাসতুরাতের জামাত এসেছে। আমাদের বাড়ি থেকে তার দূরত্ব ৯/১০ মিনিট হাঁটার পথ।

জানতে চাচ্ছি, আমি কি দিনে সেখানে তালীম শোনার জন্য যেতে পারব? বাড়ির আশপাশের মহিলারা সবাই সেখানে তালীম শুনতে যায়। আমাকেও তারা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এখন আমি কী করব? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

Answer

ইদ্দত পালনকালে বিধবার জন্য নিজ বাড়িতে অবস্থান করা জরুরি। শরীয়তসম্মত ওযর ছাড়া এসময় বাইরে বের হওয়া জায়েয নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে তালীম শোনার জন্য বের হওয়া যাবে না।

আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

لَا تَخْرُجُ الْمُتَوَفى عَنْهَا فِيْ عِدَّتِهَا مِنْ بَيْتِ زَوْجِهَا.

বিধবা ইদ্দত চলাকালীন স্বামীর ঘর থেকে বের হবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১২০৬২)

এ সময় আপনি নিজ গৃহে থেকে কুরআন তিলাওয়াত, যিকির-আযকার এবং দ্বীনী কিতাবাদি পড়বেন।

Ñআলবাহরুর রায়েক ৪/১৫৪; আননাহরুল ফায়েক ২/৪৮৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/২৩০; রদ্দুল মুহতার ৩/৫৩৬

Read more Question/Answer of this issue