মোরশেদ - মাইজদি, নোয়াখালী
৬৪০০. Question
আলহামদু লিল্লাহ, এ বছর উমরায় যাওয়ার সৌভাগ্য হয়। তাওয়াফ করার সময় প্রচণ্ড গরম ছিল। তাই তাওয়াফের পর অবচেতন মনেই হাতরুমালটি ভিজিয়ে মাথায় দেই। কিছুক্ষণ (আট-দশ মিনিট) পরই একজন বললেন, ইহরাম অবস্থায় তো মাথা ঢাকা নিষেধ, সাথে সাথে আমি তা সরিয়ে ফেলি। বর্তমানে উমরাহ শেষ করে দেশে চলে এসেছি। হুজুরের কাছে জানতে চাই, এখন আমার করণীয় কী?
Answer
ইহরাম অবস্থায় আপনি যেহেতু অল্প কিছু সময় (যার পরিমাণ এক ঘণ্টার কম) মাথা ঢেকে রেখেছিলেন, তাই এজন্য আপনি এক-দুই রিয়াল পরিমাণ সদকা করে দেবেন। এই সদকা হেরেমের এলাকায় আদায় করা উত্তম। অবশ্য দেশের গরিব-মিসকীনদের দান করলেও আদায় হয়ে যাবে।
-খিযানাতুল আকমাল ১/৩৬৪; আলমুহীতুল বুরহানী ৩/৪২৯, ৪৩০; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩০৭; রদ্দুল মুহতার ২/৫৫৮; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৫১, ২৫৪