Ramadan 1445 || March 2024

ইহসান - চট্টগ্রাম

৬৩৯৯. Question

গ্রামে আমার একটি টিনশেড ঘর আছে, যা আমি অন্যের কাছে ভাড়া দিয়ে থাকি। বর্তমানে যে লোকটি সেখানে ভাড়া থাকে, সে গরিব। আমি চাচ্ছি, তার থেকে সামনের দুই মাসের ভাড়া নেব না। এর পরিবর্তে ভাড়া পরিমাণ টাকা যাকাতের হিসাব থেকে কর্তন করে নেব। এভাবে কি আমার যাকাত আদায় হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

না, যাকাত আদায়ের নিয়তে যাকাতের হিসাব থেকে ভাড়া কর্তন করার দ্বারা আপনার যাকাত আদায় হবে না। কেননা ভাড়ার টাকা না নেওয়া বা মাফ করে দেওয়ার মাধ্যমে যাকাত আদায় হয় না। এক্ষেত্রে যাকাত আদায় করতে চাইলে এমনটি করা যেতে পারে, আপনি গরিব ভাড়াটিয়াকে যাকাতের টাকা থেকে যাকাতের নিয়তে ভাড়া পরিমাণ টাকার মালিক বানিয়ে দেবেন। এরপর ভাড়াটিয়া তার মালিকানাধীন উক্ত টাকা দিয়েই আপনার ভাড়া পরিশোধ করে দিতে পারবে। এতে আপনার যাকাতও আদায় হয়ে যাবে এবং ভাড়াও পরিশোধ হয়ে যাবে।

-কিতাবুল আছল ২/১২৬; আলমাবসূত, সারাখসী ২/২০৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৯৫; আদ্দুররুল মুখতার ২/২৭০

Read more Question/Answer of this issue