আলআমিন - মাদানী নগর, নারায়ণগঞ্জ
৬৩৯৮. Question
আলহামদু লিল্লাহ, ঢাকায় আমার বড় একটি টেইলার্সের দোকান আছে। আমি জানি, যে সমস্ত জিনিস ব্যবসায়িক পণ্য নয়, বরং উপার্জনের মাধ্যম, তাতে যাকাত আসে না। তাই আমার দোকানে যেসমস্ত মেশিনারি আছে, তার যাকাত দেওয়া লাগবে না। কিন্তু প্রশ্ন হল, কাপড় সেলাই করার সময় যে জিনিসগুলো ব্যবহার করা হয় যেমন, সুতা, বোতাম, চেইন, বক্রম ইত্যাদি। যা সাধারণত আমার দোকানে বিপুল পরিমাণে কিনে রাখতে হয়, এগুলোর কি যাকাত দিতে হবে?
Answer
প্রশ্নোক্ত জিনিসগুলোর মূল্য (স্বতন্ত্রভাবে কিংবা নিজের যাকাতযোগ্য অন্য সম্পদের সাথে মিলে) যাকাতের নেসাব পরিমাণ হলে এরও যাকাত দিতে হবে। কেননা, গ্রাহকদের থেকে যেহেতু এগুলোর মূল্য নেওয়া হয়, তাই এগুলো ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত। তাই অন্যান্য ব্যবসায়িক পণ্যের মতো এগুলোও যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত।
-শরহু মুখতাসারিল কারখী ২/১৪৫; আযযাখীরাতুল বুরহানিয়া ২/৫০৩; ফাতাওয়া খানিয়া ১/২৫০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২