আনসারুল্লাহ - মোমেনশাহী
৬৩৯৭. Question
আমি একটি কোম্পানিতে চাকরি করি। দুই মাস পর ঐ কোম্পানিতে আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। তখন আমি কোম্পানির প্রভিডেন্ট ফান্ড থেকে মোটা অংকের টাকা পাব। আমি নিয়ত করে রেখেছি যে, ঐ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনব। আমার এক আত্মীয় বললেন, ঐ টাকা হাতে পাওয়ার পর বছর শেষে নাকি তার যাকাত দিতে হবে।
মুহতারামের নিকট জানার বিষয় হল, যাকাত তো প্রয়োজন-অতিরিক্ত সম্পদের ওপর আসে। কিন্তু এ টাকা তো আমার প্রয়োজন-অতিরিক্ত না। এটা আমার লাগবে। আমি এটা দিয়ে ফ্ল্যাট কিনব। তাহলে কি এ টাকার ওপর যাকাত আসবে?
উল্লেখ্য, ফ্ল্যাট কিনতে আমার দুই-তিন বছর দেরিও হতে পারে। তবে এ টাকা আমি অন্য কোনো কাজে খরচ করব না।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকা পাবেন, সেটা হাতে পাওয়ার পর ফ্ল্যাট কেনার জন্য রেখে দিলেও বছর শেষে এর যাকাত দিতে হবে। কেননা নগদ অর্থ কোনো প্রয়োজনে খরচ করার জন্য রেখে দিলেও নেসাব পরিমাণ হলে বছরান্তে এর যাকাত আদায় করা ফরয।
Ñবাদায়েউস সানায়ে ২/৯১; আলবাহরুর রায়েক ২/২০৬; গুনইয়াতু যাবিল আহকাম ১/১৭২; রদ্দুল মুহতার ২/২৬২