Ramadan 1445 || March 2024

রাশেদা - নড়াইল

৬৩৯৬. Question

আমার কাছে তিন ভরি স্বর্ণের অলংকার এবং পঞ্চাশ হাজার টাকা আছে। এগুলোর যাকাত প্রত্যেক বছর রমযানের সময় আদায় করে থাকি। এ বছর রমযানের দুই মাস আগে আমাকে আমার স্বামী আমার মহরের পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেন।

হুজুরের কাছে জানার বিষয় হল, উক্ত পঞ্চাশ হাজারের তো যাকাতবর্ষ পূর্ণ হয়নি। এখন এ বছর এ টাকার যাকাত আদায় করতে হবে কি?

Answer

হাঁ, এ বছরের যাকাত আদায়ের সময় মহর বাবদ প্রাপ্ত উক্ত পঞ্চাশ হাজার টাকারও যাকাত আদায় করতে হবে। কেননা, যাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগে যাকাতযোগ্য সম্পদ প্রাপ্ত হলে তা বর্তমান নেসাবের সাথে যোগ হয়ে যায়। এর ওপর আলাদাভাবে একটি যাকাতর্ষ পূর্ণ হওয়া জরুরি নয়; পূর্বের যাকাতযোগ্য সম্পদের সাথে মিলে এরও যাকাত আদায় করতে হয়।

হাসান বসরী রাহ. বলেন-

إِذَا كَانَ عِنْدَكَ مَالٌ تُرِيدُ أَنْ تُزَكِّيَه وَبَيْنَكَ وَبَيْنَ الْحَوْلِ شَهْرٌ أَوْ شَهْرَانِ، ثُمَّ أَفَدْتَ مَالًا فَزَكِّهِ مَعَهُ، زَكِّهِمَا جَمِيعًا.

তোমার কাছে যদি (নেসাব পরিমাণ) যাকাতের সম্পদ থাকে এবং বর্ষ পূর্ণ হওয়ার এক-দুই মাস আগেও তুমি আরো কোনো যাকাতযোগ্য সম্পদ লাভ কর, তাহলে পূর্বের সম্পদের সাথে এ সম্পদেরও যাকাত আদায় করবে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৭০৪০)

-কিতাবুল আছল ২/৮৯; বাদায়েউস সানায়ে ২/৯০; আলমুহীতুর রাযাবী ১/৫১২, ৫১৪; আলবাহরুর রায়েক ২/২০৭-২০৮; আদ্দুররুল মুখতার ২/৩০৬

Read more Question/Answer of this issue