Ramadan 1445 || March 2024

আবু তালহা - ফতুল্লা, নারায়ণগঞ্জ

৬৩৯৫. Question

এবছর রমযানের শেষ দশকে আমাদের মহল্লার মসজিদে আমার ইতিকাফে বসার ইচ্ছা আছে। মহল্লার মসজিদটি পাঞ্জেগানা মসজিদ হওয়ায় জুমার নামায আমরা পাশের জামে মসজিদে আদায় করি।

মুহতারামের কাছে প্রশ্ন হল, ইতিকাফ অবস্থায় জুমার নামায আদায়ের জন্য বের হওয়া কি আমার ওপর আবশ্যক, নাকি ইতিকাফের কারণে পাঞ্জেগানা মসজিদে থেকে যাওয়া এবং সেখানে যোহরের নামায পড়ে নেওয়ারও সুযোগ আছে?

Answer

পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করলেও আপনাকে জুমায় যেতে হবে। এক্ষেত্রে জুমা না পড়ে উক্ত পাঞ্জেগানা মসজিদে যোহর পড়ে নেওয়া জায়েয হবে না; বরং জুমা আদায় করাই জরুরি। তবে এক্ষেত্রে জুমার জন্য এতটুকু সময় আগে বের হবে যে, জামে মসজিদে গিয়ে জুমার পূর্বের সুন্নত পড়া যায়; এর বেশি আগে নয়। পক্ষান্তরে জুমার ফরয ও পরবর্তী সুন্নত পড়ার পর বিলম্ব না করে ইতিকাফের মসজিদে ফিরে আসবে।

-কিাতবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/২৬৫; আলমুহীতুর রাযাবী ২/৫৬; আলইনায়া ২/৩০৯; আলজাওহারাতুন নাইয়িরা ১/১৮৯; দুরারুল হুক্কাম ১/২১৩

Read more Question/Answer of this issue