Ramadan 1445 || March 2024

মোতালেব মিয়া - বাকড়া, যশোর

৬৩৯৪. Question

রমযানের শেষ দশকে ইতিকাফে বসার পর একদিন ওযুর সময় আমার গলার মধ্যে পানি চলে যায়। তখন রোযার কথা স্মরণ ছিল। কিন্তু অনিচ্ছাকৃত এমনটি হয়ে যায়। পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার রোযা ভেঙে গেছে। এরপর আমি মসজিদ থেকে বের হইনি। যথারীতি দশ দিনের ইতিকাফ শেষ করেছি।

জানার বিষয় হল, আমার তো এক দিনের রোযা ভেঙে গেছে। সেক্ষেত্রে কি আমার উক্ত ইতিকাফ সহীহ হয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সুন্নত ইতিকাফটি ভেঙে গেছে এবং তা নফল হিসেবে আদায় হয়েছে। কেননা সুন্নত ইতিকাফ অবস্থায় রোযা ভেঙে গেলে সুন্নত ইতিকাফও নষ্ট হয়ে যায়। এখন আপনাকে রোযাসহ এক দিনের ইতিকাফ কাযা করতে হবে। এর জন্য কোনো এক দিন সূর্যাস্তের আগেই ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবেন এবং পরদিন সূর্যাস্ত পর্যন্ত রোযাসহ একটি ইতিকাফ আদায় করে নেবেন।

-শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৪৬৬; বাদায়েউস সানায়ে ২/২৮৬; আলবাহরুর রায়েক ২/২৯৯; রদ্দুল মুহতার ২/৪২২, ৪৪৪

Read more Question/Answer of this issue