Ramadan 1445 || March 2024

শামীম - ঝিনাইদহ

৬৩৯১. Question

গোসল ও কাফনের পূর্বে মৃত ব্যক্তিকে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দেওয়া হবে, নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসআলা জানালে কৃতজ্ঞ হতাম।

Answer

মৃত্যুর পর মায়্যিতের আপাদমস্তক চাদর বা কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া মুস্তাহাব।

হাদীস শরীফে এসেছে, আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইয়ামানী একটি চাদর দ্বারা তাঁকে আবৃত করা হয়। (সহীহ বুখারী, হাদীস ৫৮১৪)

-শরহু মুসলিম, নববী ৭/১০; আযযিয়াউল মানাবী ২/৪৬৭; হালবাতুল মুজাল্লী ২/৫৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩০৮

Read more Question/Answer of this issue