Ramadan 1445 || March 2024

ফয়সাল আহমদ - কুষ্টিয়া

৬৩৮৬. Question

একদিন আমি মাগরিবের ফরয নামায মসজিদে পড়ে বাসায় এসে সুন্নতের নিয়ত বাঁধি। বাইরে থেকে অনেক আওয়াজ আসছিল। তাই নামাযে একাগ্রতা আনার জন্য আমি উচ্চৈঃস্বরে কেরাত পড়ি। নামায শেষে খটকা লাগে, এভাবে জোরে কেরাত পড়ার কারণে নামাযে কোনো অসুবিধা হয়নি তো? তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, আমার ওপর কি সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছিল? আমি সাহু সিজদা করিনি; আমার নামাযের কী হুকুম?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়নি। তাই এক্ষেত্রে সাহু সিজদা না করা ঠিক হয়েছে। কেননা রাতের সুন্নত-নফল নামাযে কেরাত জোরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না।  -গায়াতুল বায়ান ১/৬৭৪; আলমুহীতুল বুরহানী ২/৪২; মাজমাউল আনহুর ১/১৫৬; গামযু উয়ুনিল বাসায়ির ২/২৯; আদ্দুররুল মুখতার ১/৫৩৩

Read more Question/Answer of this issue