বিনতে মুহাম্মাদ - নিউমার্কেট, যশোর
৬৩৮৪. Question
আমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নেফাস ছিল ১৮ দিন। দ্বিতীয় সন্তান হওয়ার পর ২০ দিন রক্ত আসে। এরপর ১৬ দিন রক্ত দেখা যায়নি। পরে আবার ৬ দিন স্রাব এসেছে।
হুজুরের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে আমি কতদিন নেফাস গণ্য করব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ২০তম দিনে রক্ত বন্ধ হওয়ার পর নেফাসের সর্বোচ্চ সময়সীমা ৪০ দিনের ভেতর আবার রক্ত দেখা গেলেও তা যেহেতু ৪০ দিন অতিক্রম করে গেছে তাই এক্ষেত্রে আপনি আপনার প্রথম সন্তান প্রসবোত্তর নেফাসের সময়সীমা অনুযায়ী ১৮ দিন নেফাস গণ্য করবেন। এর পরবর্তী দিনগুলো এক্ষেত্রে ইস্তিহাযা গণ্য হবে। তাই ১৮তম দিনের পর থেকে পবিত্রতা অর্জন করে নামায পড়া আপনার ওপর ফরয ছিল। সুতরাং ১৮তম দিনের পর যে দিনগুলোতে রক্ত দেখা গেছে তখন যদি নামায না পড়ে থাকেন, তাহলে তা কাযা করে নিতে হবে।
-কিতাবুল আছল ১/২৯৪; আলমাবসূত, সারাখসী ২/১৪১; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৩; আলবাহরুর রায়েক ১/২১২; রদ্দুল মুহতার ১/৩০০