রিয়াজুল ইসলাম - সতীঘাটা, যশোর
৬৩৮৩. Question
বাড়িতে যাওয়ার পথে পদ্মা নদী পার হওয়ার সময় কখনো ফেরিতে নামায পড়তে হয়। ফেরির ছাদে ওযুর যে পানির ব্যবস্থা থাকে, তা নদী থেকেই তোলা হয়। সেই পানি বেশ ঘোলাটে ও অস্বচ্ছ। আর লঞ্চ-ফেরির সব ধরনের ময়লা-আবর্জনা এবং টয়লেটের ময়লাও নদীতে পড়ে। ফলে ঐ পানি দিয়ে ওযু করতে, বিশেষত কুলি করতে রুচি হয় না।
হুজুরের কাছে জানার বিষয় হল, উক্ত পানি কি পাক এবং তা দ্বারা কি ওযু সহীহ হবে?
Answer
প্রবাহিত পানিতে নাপাকী পড়লে যদি নাপাকীর রঙ, গন্ধ ও স্বাদের কোনো একটিও পানিতে প্রকাশ না পায়, তাহলে ঐ পানি পাক। তা দ্বারা ওযু-গোসল ও পবিত্রতা অর্জন করতে কোনো অসুবিধা নেই।
সুতরাং ফেরির ট্যাংকির পানিতে নাপাকীর কোনো আলামত প্রকাশ না পেলে শুধু তা ঘোলাটে ও অস্বচ্ছ হওয়ার কারণে নাপাক গণ্য হবে না। তা দ্বারা ওযু-গোসল সহীহ হবে।
-আলমাবসূত, সারাখসী ২৪/২৮; বাদায়েউস সানায়ে ১/২১৬; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ১/৭১; রদ্দুল মুহতার ১/১৮৭