Shaban 1445 || February 2024

মাসুদ চৌধুরী - সদরঘাট, ঢাকা

৬৩৮১. Question

মুহতারাম, আমাদের একটি লোকাল গার্মেন্ট আছে। এতে মেয়েদের থ্রী-পিছ, ফ্রকসহ বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয়। যারা এ ব্যবসা করে, প্রায় সকলে তাদের পোশাকের গায়ে গার্মেন্টের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন মেয়ের ছবি সম্বলিত একটি লেভেল লাগায়। আমার প্রশ্ন হল, ছবি সম্বলিত এধরনের লেভেল লাগানো কি বৈধ? সঠিক উত্তর জানতে চাই।

Answer

এভাবে প্যাকেটের ওপর নারীর ছবিযুক্ত লেভেল লাগানো সম্পূর্ণ নাজায়েয। এতে একে তো ছবির বিষয়টি আছেই। দ্বিতীয়ত নারীর ছবি প্রদর্শনের কারণে পর্দার বিধানও লঙ্ঘিত হয়। মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি আঁকা ও তা দৃশ্যমান রাখার ব্যাপারে হাদীস শরীফে কঠিন ধমকি এসেছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ.

কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ছবি অঙ্কনকারীরা। (সহীহ বুখারী, হাদীস ৫৯৫০)

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, অন্য এক হাদীসে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ تَصَاوِيرُ.

ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কোনো প্রাণীর ছবি বা প্রতিকৃতি থাকে। (সহীহ মুসলিম, হাদীস ২১১২)

তাই পোশাকে বা প্যাকেটে মেয়েদের ছবি সম্বলিত লেভেল লাগানো যাবে না। মুসলমানদের উচিত, শরীয়তের বিধানের প্রতি যত্নশীল হওয়া। পুতুল বা ছবি ছাড়া শুধু পোশাকের ছবি ও ডিজাইন দেওয়া যেতে পারে। দ্বীনদার ব্যবসায়ীরা এটা চালু করলে অন্যদের জন্য তা আদর্শ ও অনুসরণীয় হতে পারে।

উমদাতুল কারী ২২/৭০; বাদায়েউস সনায়ে ১/৩০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৮; জাওয়াহিরুল ফিকহ ৭/২৬৩

Read more Question/Answer of this issue