Shaban 1445 || February 2024

নাঈম তালহা - ফেনী

৬৩৭৯. Question

মাদরাসা খোলার তারিখে যথাসময়ে ছাত্ররা উপস্থিত না হওয়ার কারণে কর্তৃপক্ষ কানুন করেছে যে, বিশেষ অপারগতা ছাড়া খোলার তারিখে কেউ নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ৩০০ টাকা করে জরিমানা আদায় করতে হবে। এর পর থেকে যত দিন দেরি করবে, প্রত্যেক দিন ১০০ টাকা করে বাড়তে থাকবে।

মুহতারামের কাছে জানতে চাই, আমাদের উক্ত কানুনটি শরীয়তের দৃষ্টিতে কেমন? তা সঠিক হয়েছে কি না, জানিয়ে বাধিত করবেন।

Answer

উক্ত জরিমানা সংক্রান্ত আইনটি বৈধ নয়। তাই কোনো ছাত্র যথাসময়ে উপস্থিত না হলে কোনো জরিমানা নেওয়া জায়েয হবে না। অবশ্য কোনো ছাত্র যদি বিশেষ অপারগতা ছাড়া খোলার তারিখে মাদরাসায় উপস্থিত না হয়, তাহলে অন্য বৈধ কোনো পদক্ষেপ নেওয়া যাবে। যেমন, মাদরাসার পক্ষ থেকে এমদাদী খানা জারি থাকলে তা মওকুফ করে মূল্য আদায় সাপেক্ষে জারি করা যেতে পারে। কিংবা যেসকল সুবিধা ফ্রি ছিল যেমন, কারেন্ট বিল, পানির বিল, কিতাবপত্র ইত্যাদি, এজাতীয় ফ্রি সুবিধা বাতিল করে দিয়ে এক বা একাধিক বিষয়ে মূল্য ধার্য করে দেওয়া যেতে পারে। কিন্তু কোনো অবস্থায়ই বিলম্ব ফি বা জরিমানা আরোপ করা যাবে না।

আলমুহীতুল বুরহানী ৬/৪৭৯; ফাতহুল কাদীর ৫/১১২; আলবাহরুর রায়েক ৫/৪১; ফাতাওয়া হিন্দিয়া ২/১৬৭; রদ্দুল মুহতার ৪/৬১

Read more Question/Answer of this issue