Shaban 1445 || February 2024

সালমান মাসরুর - মিরপুর-১ ঢাকা

৬৩৭৬. Question

আমি হোস্টেলে থেকে পড়াশোনা করিআমরা আমাদের হোস্টেলের একটি রুমে ২৫ জন ছাত্র থাকি। আমার এক সহপাঠী তার দামি একটি ঘড়ি আমার কাছে হেফাজতের জন্য রাখে। আমি আমার ডেস্কে তালাবদ্ধ করে রাখি এবং চাবি সর্বদা আমার পকেটেই রাখতাম। কিন্তু একদিন ডেস্ক তালাবদ্ধ করে ভুলে চাবি ডেস্কের ওপর রেখেই দরসে চলে যাই। তখন ডেস্ক থেকে ঘড়িটি হারিয়ে যায়। এখন উক্ত সহপাঠী ঘড়ির জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। তাই মুহতারাম মুফতী সাহেবের নিকট জানতে চাই, আমাকে উক্ত ঘড়ির ক্ষতিপূরণ আদায় করতে হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

এই চুরির পেছনে আপনার অবহেলাই দায়ী। কেননা ডেস্কের ওপর চাবি ফেলে আসার কারণে ডেস্ক থেকে ঘড়িটি চুরি হয়ে গেছে। তাই আপনাকে উক্ত ঘড়ির ক্ষতিপূরণ আদায় করতে হবে।

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ৫১১; মুখতারাতুন নাওয়াযেল ৩/১২৪; আলমুহীতুল বুরহানী ৮/২৯৬; ফাতাওয়া সিরাজিয়্যা, পৃ. ৮৩; রদ্দুল মুহতার ৫/৬৭৩

Read more Question/Answer of this issue