Shaban 1445 || February 2024

আমাতুল্লাহ - যশোর

৬৩৭৩. Question

হুজুর, আমার কোনো সন্তান নেই। আমি একটি নবজাতক মেয়ে বাচ্চাকে পালক এনেছি। আমার যেহেতু বুকে দুধ নেই তাই বুকে দুধ আসার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন গ্রহণ করি। এরপর বুকে দুধ আসে এবং ঐ মেয়েকে বুকের দুধ পান করাই। প্রশ্ন হল, এতে কি আমি ও আমার স্বামী ঐ বাচ্চার দুধ পিতা-মাতা সাব্যস্ত হব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুটিকে যেহেতু আপনি নিজের বুকের দুধই পান করিয়েছেন, যদিও তা ইনজেকশন গ্রহণের মাধ্যমে এসেছে, তাই এর দ্বারা আপনি তার দুধমা হয়ে গেছেন। তবে এক্ষেত্রে আপনার স্বামী তার দুধ পিতা সাব্যস্ত হবে না। অবশ্য যেহেতু মেয়েটি আপনার দুধমেয়ে হয়ে গেছে তাই এ কারণে আপনার স্বামী তার মাহরাম গণ্য হবেন। কেননা নিজ স্ত্রী, বিয়ের পর যার সাথে সহবাস হয়েছে তার দুধ সন্তান (নিজের সন্তান না হলেও) স্ত্রীর সন্তান হিসেবে স্বামীরও মাহরামের অন্তর্ভুক্ত।

তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে এই শিশুটি যেহেতু আপনার স্বামীর দুধমেয়ে হয়নি, তাই সে আপনার দুধসন্তান হিসেবে আপনার স্বামীর মাহরাম হলেও এক্ষেত্রে আপনার স্বামীর অন্য কেউ (যেমন, পিতা-ভাই) তার মাহরাম গণ্য হবে না।

আলআজনাস, নাতিফী ১/২৩৯; ফাতাওয়া খানিয়া ১/৪১৯; বাদায়েউস সানায়ে ২/৫৩৮; আলমুহীতুল বুরহানী ৪/৯৫; আলবাহরুর রায়েক ৩/২২৬; রদ্দুল মুহতার ৩/২২১

Read more Question/Answer of this issue